তথ্যপ্রযুক্তি

রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে গণশুনানি বুধবার

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে আগামীকাল বুধবার গণশুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই শুনানির আয়োজন করা হয়েছে। শুনানি শুরুর আগে সকাল সাড়ে ৯টায় শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া। গত ৩০ জানুয়ারি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ৮৭ ধারা অনুযায়ী এ গণশুনানি করা হবে। এতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন ব্যবহারকারী, ভোক্তা সংস্থা, পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবেন।গণশুনানিতে অংশ নিতে হলে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেকেই অনলাইনে নিবন্ধন করেছেন। এসব আবেদন থেকে দৈবচয়ন পদ্ধতিতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গণশুনানিতে ডাকা হচ্ছে কাল।এদিকে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনুষ্ঠানিক চুক্তি করেছে রবি ও এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। আর ২০১৫ সালের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে একীভূত হওয়ার আনুষ্ঠানিক আবেদন করে অপারেটর দুটি।সে আবেদনের বিভিন্ন দিক বিটিআরসি এখন পরীক্ষা-নিরীক্ষা করছে। তারই অংশ হিসেবে গণশুনানির এ তারিখ ঘোষণা করা হয়। এর আগে এ বিষয়ে অন্য অপারেটরদের প্রতিক্রিয়াও জেনেছে বিটিআরসি। তারাও এতে সায় দিয়েছে।এসএ/এনএফ/পিআর