দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াতের ৪ কর্মীসহ গ্রেফতার ৪৫

সাতক্ষীরায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে জামায়াতের চারজন ও নিয়মিত মামলার ৪১ জন আসামি রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জাগো নিউজকে জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এসএস/এমএস