আইন-আদালত

মাহমুদুলের প্রতি শ্রদ্ধা : উচ্চ আদালত দুপুরের পর বসবে না

আইন বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যসূচি কমানো হয়েছে।  বুধবার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলার পর বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করেন। অপরদিকে, হাইকোর্ট দুপুরের বিরতিতে যাওয়ার পর আর বসবে না। সকাল ৯টায় আদালত বসার পরপরই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা কার্যসূচি কমিয়ে আনার কথা বলেন।    জানা গেছে, সব আইনজীবীদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য মাহমুদুল ইসলামের কফিন দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হবে। সেখানে বাদ জোহর জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে তার গ্রামের বাড়িতে।রংপুরে আরেক দফা জানাজা শেষে মাহমুদুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে সাংবাদিকদের জানান তার চেম্বারের আইনজীবী প্রবীর নিয়োগী।উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে মাহমুদুল ইসলামের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। এফএইচ/জেএইচ/পিআর