জাতীয়

মেষে ধন উপার্জনের রাস্তা খুলবে, কর্কটে শিক্ষার্থীদের সুনাম বাড়বে

মেষ  (২১ মার্চ-২০ এপ্রিল)ধন উপার্জনের সকল রাস্তা খুলে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায় ও ব্যবসাবাণিজ্যে লাভবান হওয়ায় সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। রাগ জেদ অহঙ্কার বর্জনের সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে।বৃষ (২১ এপ্রিল-২০ মে)দীর্ঘদিনের প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে তথা বাণিজ্যিক সফর নস্ফিল প্রমানিত হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়নও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে।মিথুন (২১ মে-২০ জুন)দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। ব্যবসাবাণিজ্যে অংশীদারদের সঙ্গেও কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হলেও অবশেষে তা আপনারই পক্ষে আসবে। বন্ধুত্ব বিনিয়োগ ভ্রমণ ও চুক্তি সম্পাদন ঘাতক বলে প্রমাীনত হবে।কর্কট  (২১ জুন-২০ জুলাই)শিক্ষার্থীদের সুনাম যশ প্রতিষ্ঠা দশগুণ বেড়ে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা আশির্বাদ প্রাপ্ত হবেন।সিংহ  (২১ জুলাই-২১ আগস্ট)বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনেরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপিড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রিতে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার পাবেন।কন্যা  (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। স্বপরিবারে কাছে পীঠে তথা কোন মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।তুলা  (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)ভ্রাতাভগ্নি আত্মীয় পরিজনের সাহায্যের হাত বাড়িয়ে ধরায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাওয়ায় ব্যালান্স ফুলেফেপে উঠবে। স্বপরিবারে কোন ধর্মীয় স্থান পরিভ্রমণ করবেন।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)চতুর্দিক থেকে দুর্যোগ আর দুঃসংবাদ আপনাকে ঘিরে ধরবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়বেন। অবশ্য সংকটকালে সহকর্মীগণ সাহায্যের হাত বাড়িয়ে ধরায় সকল প্রতিকূলতা সহজে কাটিয়ে উঠতে সক্ষম হবেন।ধনু  (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)নিত্যনতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়নরত স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পমরা সাজবে। স্বপরিবারে কাছেপীঠে তথা কোন মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)    বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার তথা ব্যবসাবাণিজ্যে অংশীদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ বিবাদের মিমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বাহুল প্রচার ও প্রসার ঘটবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইবে।কুম্ভ  (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন স্বাধ পূরণ হবে। না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ ও ধার দেওয়া অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইন্টারনেট, প্রেম প্রসঙ্গসহ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষার পথ স্তব্ধ হবে।মীন  (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)দুর্যোগের মঘে সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন প্রাণ প্রোগ্রাম বাস্তবায়িত হওয়ায় মন আনন্দে নাচবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ঘুস উেকাচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্যসেবন ক্রয় বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে সর্বদাবিরত থাকা সমীচিত হবে। জেএইচ/এমএস