দেশজুড়ে

বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেলো মিস্ত্রির

নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রবিন (২৫) নামে এক ইলেক্ট্রনিক মিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দরের ২নং মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রবিন ২নং মাধপপাশা এলাকার মৃত ফারুকের ছেলে।

স্থানীয়রা জানান, বন্দরের মাধবপাশা এলাকার মৃত আলী বাহার মেম্বারের ছেলে আক্তার হোসেনের মালিকানাধীন তারকাটা ফ্যাক্টরিতে ইলেক্ট্রনিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন রবিন। বুধবার রাতে ওই ফ্যাক্টরিতে বিদ্যুতের সংযোগ দেওয়া কিছু তার চোর চুরি করে নিয়ে যায়। আজ দুপুরে ফ্যাক্টরিতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হয় রবিন।

নিহত রবিনের ভাই রকি বলেন, ফ্যাক্টরিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় রবিন। এসময় মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে মারা যায়।

বন্দরের মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক শিহাব আহম্মেদ বলেন, তারকাটা ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যবুক মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস