সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে তিন চাকার যান চলাচল করায় কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় অভিযানে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ ও জিংলাতুলী এলাকায় এ অভিযান পরিচালনা করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচলে চালকদের নিরুৎসাহিত করতে নিয়মিত লিফলেট বিতরণ, মাইকিং ও আলোচনা সভা করা হচ্ছে। কিন্তু চালকরা কোনো তোয়াক্কা না করে মহাসড়কে অবাধে চালাচ্ছেন এসব নিষিদ্ধ যানবাহন।
দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমাল রক্ষার্থে শুক্রবার দুপুর থেকে মহাসড়কে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করা হয়।
নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস