দেশজুড়ে

ফরিদপুরে পল্লীকবির জন্মবার্ষিকীতে দোয়া-আলোচনা সভা

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক এম এ সামাদ ও সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কবির কর্মজীবন ও বাংলা পল্লী সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন। ১৫ জানুয়ারি থেকে জসীম পল্লী মেলা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম