দেশজুড়ে

ফরিদপুরে আবাসিক হোটেলে মিললো বৃদ্ধের মরদেহ

ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে আব্দুল সালাম খান (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার পথিক আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সালাম খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী এলাকার আ. রহমান খানের ছেলে।

হোটেল ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় সালাম খান ও আনিছ শেখ (৪০) নামের এক ব্যক্তি পথিক আবাসিক হোটেলে আসেন। এসময় হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। সেখানে তারা রাত্রি যাপন করেন। সোমবার (২ জানুয়ারি) হোটেলের এক কর্মচারী ওই রুমের খোঁজ নিতে গেলে রুমটি বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তালা খুলে রুমে প্রবেশ করলে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা বৃদ্ধের মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস