বিনোদন

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাষ্ট ফান্ড গঠন

নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানিয়ে এবারে গঠন করা হল ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাষ্ট ফান্ড। মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ট্রাষ্ট ফান্ড গঠনের লক্ষে এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলা’র কাছ থেকে ৬০ লক্ষ টাকার একটি চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব মহসিন উদ দৌলা (অবঃ), ফিরোজা বেগমের দুই পুত্র ব্যান্ড তারকা সাফিন আহমেদ ও হামিন আহমেদ। ছিলেন ফিরোজা বেগমের ভাইজি এবং একনিষ্ঠ শিষ্যা সংগীতশিল্পী সুস্মিতা আনিসও।ফাউন্ডেশনের এই উদ্যোগ ছাড়াও সুস্মিতা আনিস নিজস্ব ওয়েবসাইট www.shusmitaanis.com -এ ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সর্বসাধারনের জন্যে তাঁর জীবন ও কর্ম ভিত্তিক ফিরোজা বেগম আর্কাইভ চালু করেন গত ৯ সেপ্টেম্বর। সুস্মিতা আনিস তার সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফিরোজা বেগমের সংগীত সাধনা এবং এর ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে চান। সেইসঙ্গে নজরুল সংগীতকে সকলের মাঝে বিশেষত তরুণদের মাঝে আরও জনপ্রিয় করে তুলতে চান তিনি।      এলএ/আরআইপি