দেশজুড়ে

বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে আসার পথে বাস ভাঙচুর

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীদের বহন করা তিনটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক ছাত্রদল নেতাসহ দুইজন আহত হন।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর জুবলিঘাট ও জিরোপয়েন্ট এলাকায় এ বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিএনপির গণঅবস্থানে সতর্ক আওয়ামী লীগ, পাহারায় নেতাকর্মীরা

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে বলেন, ময়মনসিংহে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জ থেকে দুটি বাসে করে নেতাকর্মীরা আসছিলেন। আসার পথে নগরীর জুবলিঘাট এলাকায় বাস আটকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হকিস্টিক দিয়ে দুটি বাস ভাঙচুর করে। এসময় বাসের হেলপার ও পাকুন্দিয়া ছাত্রদলের এক নেতা আহত হয়। এছাড়া হালুয়াঘাট থেকে আমার নেতাকর্মীদের নিয়ে আসা আরেকটি বাস নগরীর জিরোপয়েন্ট এলাকায় ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: গণঅবস্থান কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের গ্রেফতারে বিএনপির নিন্দা

তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জাগো নিউজকে বলেন, কোনো হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কী না তা আমার জানা নেই। আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে সভা করছি। আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।

আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হামলা, আটক ১০

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আমি সকাল থেকেই বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি। ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এই ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে এখনো বিস্তারিত জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

মঞ্জুরুল ইসলাম/ এমআরআর/জিকেএস