গণঅবস্থান কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের গ্রেফতারে বিএনপির নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এ কর্মসূচি ঘিরে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণআন্দোলনের জোয়ারে ভীত হয়ে ফ্যাসিবাদী সরকার প্রশাসনকে অপব্যবহার করে আন্দোলনের সংগঠকদের গ্রেফতার, হয়রানি করে আন্দোলন দমন করতে পুরোনো এবং ভোতা কৌশল অবলম্বন করছে। এসব করে আন্দোলন দমন করা যায় না এবং আন্দোলনের জনজোয়ারও আটকানো যায় না।

তিনি বলেন, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগেও হাজার হাজার নেতাকর্মীসহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের গ্রেফতার করেও গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারেনি সরকার।

তিনি অভিযোগ করে বলেন, আগামীকাল (১১ জানুয়ারি) ১০ দফা দাবিতে সারাদেশে বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচির প্রাক্কালে গ্রেফতার ও হয়রানি শুরু হয়েছে। আজ সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান সরকার রোকন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও লৌহজং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোক্তার হোসেন খানসহ অন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করতে নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশির নামে পরিবার-পরিজনের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার রোকনুজ্জামান ও মোক্তার হোসেনসহ সব নেতাকর্মীর মুক্তি, গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি জানিয়ে প্রিন্স বলেন, দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন দমন করা যাবে না।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, পতনের ভয়ে আন্দোলনের এ মুহূর্তে সরকার অন্যায় হুকুম দিয়ে প্রশাসনকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছে।

দমননীতি অনুসরণ না করে জণগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে দমন-নিপীড়ন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কেএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।