দেশজুড়ে

বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে তরুণ

ফরিদপুরে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন তাসকিন (২১) নামে এক তরুণ। বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে একটি বাস থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই তরুণকে উদ্ধারকারী যুবক ও আলফাডাঙ্গার বাসিন্দা দীপ্ত কুন্ডু জাগো নিউজকে বলেন, বুধবার সন্ধ্যার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে আলফাডাঙ্গায় যাওয়ার পথে বোয়ালমারী পৌঁছানোর পর হঠাৎ ওই তরুণ অসুস্থ হয়ে পড়েন। তখন তার সামান্য জ্ঞান ছিল। তিনি তার নাম তাকসিন বলে জানান এবং আলফাডাঙ্গা খালাতো ভাই আলী হাসানের বাড়িতে যাবেন বলে জানান। এছাড়া আর কিছুই বলতে পারেননি। পরে তাকে অচেতন অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জাগো নিউজকে বলেন, ওই তরুণ আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের পি-১ বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সম্ভবত চেতনানাশক ওষুধ খাইয়ে তার থেকে টাকা ও মোবাইল নিয়ে গেছে মলম বা অজ্ঞান পার্টির লোকজন।

কেউ যদি তাকে চেনেন তবে থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান ওসি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান বলেন, একজন তরুণকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ