ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও প্রথমে জানানো হয়েছিল নিহতের সংখ্যা ১৮। খবর বিবিসির।
জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন> এ পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার
নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিল।ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর একই মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।
ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের অধীনে ছিল।
কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৬ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন> ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ
দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়।
এ সময় জায়গাটি অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।
এমএসএম