ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর শেষে হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে মেলা। মেলায় আকর্ষণীয় ছাড়ে ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করছে প্যাভিলিয়ন-স্টলগুলো। এক্সক্লুসিভ হোমটেক্সের পণ্যগুলোতেও চলছে আকর্ষণীয় ছাড়।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এক্সক্লুসিভ হোমটেক্সের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, তাদের বিভিন্ন পণ্য ১০০-৩০০ টাকা পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। এগুলোর মধ্যে বেডশিট ১০০ টাকা ছাড় দিয়ে ১ হাজার ৪৫০ টাকা, বেড কাভার ২৫০ টাকা ছাড় দিয়ে ২ হাজার ৫০০ টাকা, কম্ফোর্টার ২৫০ টাকা ছাড় দিয়ে ২ হাজার ৫০০ টাকা, কাঁথা ২০০ টাকা ছাড় দিয়ে ২ হাজার ৫০ টাকা, এক্সক্লুসিভ বেডশিট ২০০ টাকা ছাড় দিয়ে ৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন>> বিশাল আয়োজনে বাণিজ্যমেলায় প্রাণ
ছাড়ের কারণে ক্রেতা-দর্শনার্থীরাও ভিড় করছেন এক্সক্লুসিভ হোমটেক্সের প্যাভিলিয়নে। সেখানে কথা হয় বিল্লাল হোসেন নামের এক দর্শনার্থীর সঙ্গে।
বিল্লাল জাগো নিউজকে বলেন, ‘ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসা সম্ভব হয়নি। আজ ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে মেলায় এসেছি। মেলায় এসে এক্সক্লুসিভ হোমটেক্সের পণ্যগুলোর দিকে চোখ আটকে গেলো। তাদের প্রত্যেকটি পণ্যই খুবই সুন্দর। তাই পছন্দ করে দুটি কম্বল এবং তিনটি বিছানার চাদর কিনলাম।’
আরও পড়ুন>> কয়েদিদের তৈরি পণ্য নজর কাড়ছে বাণিজ্যমেলায়
বিল্লালের মতো আরও অনেক ক্রেতা-দর্শনার্থী বিশেষ ছাড়ে নানা ধরনের প্রয়োজনীয় পণ্য কিনছেন এক্সক্লুসিভ হোমটেক্সের প্যাভিলিয়ন থেকে।
প্যাভিলিয়নের ইনচার্জ তৌহিদ হাসান বলেন, ‘মেলার প্রথম কয়েকদিন তেমন ক্রেতার চাপ ছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে ক্রেতার অনেক চাপ। গতবারের তুলনায় এবার ভালো সাড়া পাচ্ছি। আশা করছি মেলার বাকি দিসগুলোতেও বিক্রি ভালো হবে।’
গত ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।
আরও পড়ুন>> বিশাল আয়োজনে বাণিজ্যমেলায় প্রাণ
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। এবারে মেলার প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/ইএ/জেআইএম