লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী মারা গেছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন- উপজেলা সানিয়াজান ইউনিয়নের বলিপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের সুরমান আলীর ছেলে নজরুল ইসলাম ড্রাইভার (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কারখানাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে ফজল হক (৬০)।
আরও পড়ুন: শেরপুরে বাবা-ছেলেসহ ৩ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
পুলিশ জানায়, উপজেলার বড়খাতা থেকে মোটরসাইকেলযোগে দোয়ানি সাধুর বাজার আসছিলেননজরুল ও ফজলসহ তিনজন। পথে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ও ফজল মারা যান।
হাতীবান্ধার ফায়ার স্টেশন কর্মকর্তা মনির হোসেন জাগো নিউজকে বলেন, রাতে খবর পয়ে দ্রুত সানিয়াজান এলাকায় এসে আহতদের উদ্ধার করি।
আরও পড়ুন: টাঙ্গাইলে বালুর নিচে পড়ে প্রাণ গেলো ভেকুমালিকের
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ হাসপাতালে। ঘটনাস্থালে গিয়ে খোঁজ নিয়েছি। ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
রবিউল হোসেন/এসজে/এমএস