শেরপুরে বাবা-ছেলেসহ ৩ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
শেরপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় চালক মাসুম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার দিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাসুম মিয়া উপজেলার পূর্বশেরী এলাকার আক্কাস আলীর ছেলে।
আরও পড়ুন: শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কমান্ডার আশিক উজ্জামান জানান, গত ১৩ জানুয়ারি বিকেলে নালিতাবাড়ী দোহালিয়া এলাকার রফিকুল ইসলাম (৪০) তার ছেলে রাব্বিকে (১৪) সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য শেরপুর শহরে আসেন। পরে সিএনজিযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় শহরের স্বাগতম পিলার সংলগ্ন এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় রফিকুল ও তার ছেলে রাব্বিসহ আরও একজনের মৃত্যু হয়। এসময় চালক পালিয়ে যান। তারপর নিহতের ছোট ভাই শেরপুর সদর থানায় মামলা করেন। মামলার পর সোমবার (২৩ জানুয়ারি) রাতে চালককে গ্রেফতার করা হয়।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস