দেশজুড়ে

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১

বুড়িগঙ্গা নদীর ফতুল্লার লঞ্চঘাটে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে বসে থাকা চালক মনির নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রলার চালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে। তিনি ট্রলারটির মালিক ছিলেন।

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার সংশ্লিষ্ট প্রিতম জাগো নিউজকে বলেন, ‘এমভি প্রিন্স কামাল-১ নামের পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ দ্রুতগতিতে এসে ফতুল্লা খেয়াঘাটে থাকা বেশ কয়েকটি ট্রলারের ওপর উঠে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নিচ থেকে মনির নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।’

Advertisement

পাগলা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইয়ার আলী বলেন, ট্রলারডুবির ঘটনায় মনির নামের একজনের মৃত্যু হয়েছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম