রাজনীতি

সরকার সকল ধর্মের উন্নয়নে কাজ করেছে : মতিয়া চৌধুরী

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশের সকল ধর্মের উন্নয়নের জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার সকালে তার নির্বচনী এলাকা নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে প্রনোদনার অর্থ, গরীব-দু:খীদেও মধ্যে শীতের কম্বল ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর দীর্ঘ সামরিক শাসনকালে দেশের প্রকৃত উন্নয়ন হয়নি। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার সাধ্য মত চেষ্টা করে যাচ্ছে।বেগম মতিয়া বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ড মুছতে চাইলেও মুছা যায় না, ফেলতে চাইলেই ফেলা যায় না। দেশের মানুষ মনে রাখে। মানুষ শুধু মনেই রাখে না, মাথায়ও রাখে।অনুষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৬শ’ গরীব-দুঃখীর মধ্যে শীতের কম্বল, ৬০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৪৪ লাখ ৯০ হাজার টাকার টিআর’র চেক ও ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪শ’৪৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা প্রণোদনার জন্য ৫শ টাকা কওে চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী।জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান প্রমূখ।