দেশজুড়ে

উজিরপুরে ২ হাজার ফুট জাল আটক

বরিশালের উজিরপুর উপজেলার চথলবাড়ী সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ‘জগত ভেড়’ জাল আটক করে উপজেলা মৎস্য অধিদপ্তরের সদস্যরা।বৃহস্পতিবার  দুপুর  সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ফুট ‘জগত ভেড়’ জাল আটক করা হয়।আটকের পর  বিকেলে জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান, মৎস কর্মকর্তা আবুল কালাম।