ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে অভিযাত, সবচেয়ে সম্মানজনক টেস্ট সিরিজ কোনটি? এ প্রশ্নের উত্তর যে কেউ চোখ বন্ধ করে দিয়ে দেবে। বলে দেবে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের কথা। কিন্তু আপনি আশ্চর্য হবেন শুনলে, খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই তেমনটা মনে করে না। তারা মনে করে, ভারতের মাটিতে কোহলিদের বিপক্ষে সিরিজ জয় হবে অ্যাশেজের চেয়েও বড়।
Advertisement
বৃহস্পতিবার নাগপুরে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে অ্যাশেজের চেয়েও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সেরা দাবি করলেন অস্ট্রেলিয়ার দুই সিনিয়র ক্রিকেটার স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তাদের মতে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজই সবচেয়ে কঠিন অস্ট্রেলিয়ার জন্য।
ক্রিকেট ডট কম ডট এইউকে দেয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘এখানে (ভারতের মাটিতে) টেস্ট সিরিজ জয় করা সত্যিই অনেক কঠিন। সুতরাং, আমরা যদি তা করতে সক্ষম হই, তাহলে তা হবে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আমি মনে করি, আপনি যদি ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারে, তাহলে তা হবে অ্যাশেজের চেয়েও বড়।’
ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, তিনি বিশ্বের সেরা স্পিনারের বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘সর্বশেষ অ্যাশেজে খেলেছিলাম। সেটা ছিল অসাধারণ। কিন্তু ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজ হারানো আমাদের জন্য সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ।’
Advertisement
ওয়ার্নার আরও বলেন, ‘আমি এই সিরিজের দিকে তাকিয়ে আছি। এই সিরিজেই বিশ্বের সেরা স্পিনারের বিপক্ষে আমার সমস্ত ধ্যান-জ্ঞ্যানের প্রয়োগ ঘটাতে চাই।’
অধিনায়ক প্যাট কামিন্সও প্রায় একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, ‘ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় অবশ্যই অ্যাশেজ সিরিজের মত গুরুত্বপূর্ণ। এমনকি তার চেয়েও বেশি। এটাই এখন আমাদের ক্যারিয়ারের সেরা লক্ষ্য। যদি আমরা এখানে জিততে পারি, তাহলে একটি অধ্যায়ের সূচনা হবে।’
আইএইচএস/
Advertisement