দেশজুড়ে

রাজবাড়ী থেকে দুই হাজার যাত্রী নিয়ে ভারতে যাচ্ছে উরস স্পেশাল ট্রেন

রাজবাড়ী থেকে দুই হাজার ১৫২ জন যাত্রী নিয়ে ভারতের মেদিনীপুরের জোড়া মসজিদে যাবে একটি উরস স্পেশাল ট্রেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ট্রেনটি ভারতের উদ্দেশে যাত্রা করবে। আগামী ১৯ ফেব্রুয়ারি উরস শেষে ট্রেনটি ফিরে আসবে।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদেরী খোকন জানান, বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর ১২২তম বার্ষিক উরস অনুষ্ঠিত হবে। উরস উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ২৪টি বগি নিয়ে একটি স্পেশাল ট্রেন মঙ্গলবার রাতে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। ট্রেনে করে এক হাজার ২৪৫ জন পুরুষ, ৮৩২ জন মহিলা, ৭৫ জন শিশু ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যাবে।

বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই উরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে উরস স্পেশাল ট্রেন যায়নি। ভারতের মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদে নানা আনুষ্ঠানিকতা হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম