রাজবাড়ীতে তরুণীকে হত্যার দায়ে সৎমা হাফশিয়া বেগম (৩০) ও তার পরকীয়া প্রেমিক খোরশেদ মোল্লাকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে ২২ অক্টোবর রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের ছাত্রী মর্জিনা কলেজ থেকে বাড়ি ফিরে সৎমা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে ওইদিন মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হোসেন বলেন, আমরা উচ্চ আদালতে যাবো। আশা করছি সেখানে আমরা ন্যায় বিচার পাবো।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন এতে তারা খুশি।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম