অনিয়মের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে কে কে ফুড নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
আরও পড়ুন>>চট্টগ্রামে সিজল কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে তেজগাঁওয়ের ৭/বি, পুরাতন এফডিসি রোডের কে কে ফুডের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন>>পুরান ঢাকায় তিন বেকারিকে লাখ টাকা জরিমানা
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. খাইরুল ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক।
এনএইচ/ইএ/জিকেএস