একুশে বইমেলা

দেশে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। তাদের সময় মৌলবাদী অপশক্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই অশুভ শক্তির হাত থেকে দেশ ও জনগণকে সঠিক নেতৃত্ব দিয়ে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে ঈশ্বরদীতে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী চলমান বইমেলার তৃতীয় দিনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, প্রকৃত পক্ষে দেশে সংস্কৃতি চর্চা কমে গেছে। মানুষ আত্মকেন্দ্রীক হয়েছে। গানের শিক্ষক খুঁজে পাওয়া যায় না। ১৯৭৩ সালে ঢাকাতে নানা অসুবিধার মধ্য দিয়ে যে মানের নাটক নির্মাণ করা হতো বর্তমানে অত্যাধূনিক সুযোগ সুবিধা থাকার পরও সেই মানের নাটক হচ্ছে না। আমরা চেষ্টা করছি সংস্কৃতি চর্চ্চা ঢাকা কেন্দ্রীক না রেখে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে। সরকারের একার পক্ষে এ কাজটি সফল ভাবে করা সম্ভব নয়।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমান, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার আলমগীর কবীর, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ও সাহিত্যিক সোহানী হোসেন, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, আ.লীগ নেতা গোলাম মোস্তফা চান্না, ইসহাক আলী মালিথা। মেলা আযোজক কমিটির আহ্বায়ক ইফতেখার আলম ইন্টুর সভাপিতত্বে  বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, যুবলীগ সভাপতি আব্দুস সালাম খান, স্বেচ্ছসেবক লীগ সভাপতি কবির আলী হিরু ও ছাত্রলীগ সভাপতি যুবায়ের বিশ্বাস। অনুষ্ঠানে নাসরিন নিহারের লেখা ‘মুক্তিযুদ্ধে ৭১’ বইয়ের মোড়ক উম্মোচন ও পুরস্কার বিতরণ করা হয়। আলাউদ্দিন আহমেদ/ এমএএস/পিআর