মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি করায় মীনা বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার শান্তিনগরে এই অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: কেজিতে ১০০ গ্রাম কম, মিনা বাজারকে জরিমানা
এসময় মোড়কজাতকরণ সনদ ছাড়া বিস্কুট, সরিষার তেল, চালের গুড়া বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
এনএইচ/জেডএইচ/এএসএম