বর্তমান সরকারের সময় গোটা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গতকালই ঘোষণা করার চার ঘণ্টার মধ্যে আবার সেই ফলাফল স্থগিত করা হলো। অর্থাৎ গোটা শিক্ষাব্যবস্থা শুধু নয়, সরকার এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলও সঠিকভাবে প্রকাশ করতে পারেনি। পুরোপুরি ব্যর্থ।
বুধবার (১ মার্চ) বিকেলে গুলশানে বরিশাল বিভাগে বিএনপি থেকে নির্বাচিত সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখুন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনে আজ মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়। সেখানে কী ভয়াবহ নির্যাতন হয়েছে যে, হাইকোর্ট বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সব বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে একই অবস্থা। শিক্ষাব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা।
স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এর মধ্যেও তাদের (সরকারের) লুটপাট বন্ধ নেই। তারা রিজার্ভ থেকে টাকা চুরি করে পাচার করে দিচ্ছে। ব্যাংকগুলো থেকে তারা টাকা পাচার করে বিদেশে বাড়ি তৈরি করছে।
তিনি বলেন, গতকাল একটা পত্রিকায় দেখলাম যে, এক ব্যক্তি নিউইয়র্কে ৪০টি বাড়ি করার মতো টাকার পাচার করেছেন। এমন অবস্থা তারা বাংলাদেশে তৈরি করেছে, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। অন্যদিকে বাংলাদেশের মানুষ খাদ্যাভাবের মধ্যে বসবাস করছে।
এ সময় তৃণমূল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান মির্জা ফখরুল।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
কেএইচ/কেএসআর/এএসএম