দেশজুড়ে

চাকরি দেওয়ার কথা বলে মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা

জামালপুরে স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশ কনস্টেবলে চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রকিবুল ইসলাম সোহান (৫৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার রকিবুল ইসলাম সোহান রংপুরের গাংছড়া থানার আলোকিশামত গ্রামের মৃত শহিদুল রহমানের ছেলে। তিনি জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রতারিত যুবকের নাম বিল্লাল হোসেন (২৬)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নাদের মণ্ডলের ছেলে।

এ ঘটনায় শনিবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন, ওই উপজেলার কড়ইতলা এলাকার মৃত গোলা হোসেনের ছেলে আবু সামা (৩৫) এবং সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শিতলকুর্শা এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে মো. খোকন (৫০)।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, আবু সামা ও মো. খোকনের মাধ্যমে কয়েক মাস আগে প্রতারক রকিবুল ইসলাম সোহানের সঙ্গে নাদের মণ্ডলের পরিচয় হয়। সোহান নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয় দেন। একপর্যায়ে তিনি নাদের মণ্ডলের বেকার ছেলে বিল্লাল হোসেনকে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। এরমধ্যে নিয়োগপরীক্ষার আগেই পাঁচ লাখ টাকা দিতে বললে নাদের মণ্ডল প্রতারক রকিবুলকে গতবছরের ১৮ ডিসেম্বর ৫০ হাজার, ২৪ ডিসেম্বর দেড় লাখ এবং চলতি বছরের ১০ জানুয়ারি ৩ লাখ টাকা দেন।

এদিকে, গত ২ মার্চ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় ওই প্রতারককে তিনি চাপ দেন। একপর্যায়ে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করলে বিষয়টি পুলিশকে জানান নাদের।

চাকরি প্রত্যাশী বিল্লাল হোসেন দাবি করেন, তার বাবা জীবনে অনেক কষ্ট করেছেন। এখনো কষ্ট করছেন। তাদের সরলতার সুযোগ নিয়ে সোহান এতগুলো টাকা হাতিয়ে নেন। কিছুদিন থেকে সোহান তাদের ভয় দেখিয়ে আসছিলেন। তিনি স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন।

মামলার বাদী নাদের মণ্ডল জানান, তার চার ছেলের মধ্যে তিনজন দিনমজুর ও দর্জির কাজ করেন। এরমধ্যে বিল্লাল হোসেনকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। প্রতারকচক্র স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে ছেলেকে পুলিশে চাকরির প্রতিশ্রুতি দেয়। তারা মিষ্টি কথায় ভুলিয়ে অনেক কষ্টে জমানো পাঁচ লাখ টাকা নেয়। এরপর চাকরি দিতে পারেনি, বরং টাকা নেওয়ার কথা অস্বীকার করে আসছে। তিনি তাদের সঠিক বিচার দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জাগো নিউজকে বলেন, প্রতারণার দায়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান প্রতারক রকিবুল ইসলাম সোহানকে তার ভাড়া বাসা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম