দেশজুড়ে

ছেলের খতনায় বাবার ব্যতিক্রম আয়োজন, বাধ সাধলো গুটিবসন্ত

জামালপুরে ছেলের সুন্নতে খতনা উপলক্ষে ব্যতিক্রম আয়োজন করেছিলেন এক বাবা। তিনদিন ধরে গরু ও মহিষের গাড়ি এবং অটোরিকশায় করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও নেচে-গেয়ে আনন্দ করেন স্বজনরা। খতনার মাধ্যমে রোববার (৫ মার্চ) সেই আয়োজন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সে আয়োজনে ভাটা পড়েছে গুটিবসন্ত। বাতিল করা হয়েছে খতনার অনুষ্ঠান।

শহরের লাঙ্গলজোড়া গ্রামের মাহবুবুল আলম বাবুর ছেলে মাহবুব ইসলাম মাহিদ (৭)। সে লাঙ্গলজোড়া মাদরাসায় পড়ালেখা করে। বাবা মাহবুব আলমের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, ছেলে মাহিদের সুন্নতে খতনা উপলক্ষে ভিন্ন কিছু আয়োজন করবেন। সে উপলক্ষে তিনদিন ধরে গরু ও মহিষের গাড়ি এবং অটোরিকশায় চড়ে স্বজনরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং নেচে-গেয়ে আনন্দ করেন। এতে প্রায় দুই শতাধিক স্বজন অংশ নেন। এতে মাহবুবুল আলমেরে খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা।

আরও পড়ুন: ছেলের সুন্নতে খতনায় বাবার ব্যতিক্রমী আয়োজন

শনিবার (৪ মার্চ) ছিল এ র্যালির শেষদিন। রোববার সকালে মাহিদের সুন্নতে খতনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর খতনার মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল তাদের এ উৎসব। তবে সে অনুষ্ঠানে বাধ সেধেছে গুটিবসন্ত।

সোমবার (৬ মার্চ) মাহিদের বাবা মাহবুবুল আলম বাবু বলেন, গুটিবসন্তের কারণে তার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ধুমধাম করে এ অনুষ্ঠান পালন করা হবে।

নাসিম উদ্দিন/এসআর/এমএস