১/১১’র ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তখন আপনি (শেখ হাসিনা) বলেছিলেন এ সরকার আমাদের আন্দোলনের ফসল।খালেদা জিয়া বলেন, তিনি (শেখ হাসিনা) যদি সত্যিকারার্থে ১/১১ এর কুশীলবদের বিচার করতে চান তাহলে তাদেরকে ধরা হচ্ছে না কেন। তাদের অনেকে তো দেশেই রয়েছেন।মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে চট্টগ্রাম জেলা জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে বিগত আন্দোলন সংগ্রামে নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ইউপি নামমাত্র নির্বাচন। নির্বাচন নির্বাচন খেলা ছাড়া কিছু নয়।এমএম/বিএ