দেশজুড়ে

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে শাহজাহান স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শ্রীপুর ফায়ার স্টেশনের পরিদর্শক মো. সানা উল্যাহ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে শ্রীপুরের কেওয়া বকুলতলা এলাকার শাহজাহান স্পিনিং মিলের দোতলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কারখানার তুলা ও মেশিনপত্র পুড়ে গেছে। বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয় ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।আমিনুল ইসলাম/এসএস/পিআর