জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৮ দিন বয়সী এক কন্যাশিশুকে রেখে লাপাত্তা হওয়ার আটদিন পর শিশুটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনে শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরে ১ ফেব্রুয়ারি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে শিশু নিশির জন্ম হয়। জন্মের পর শিশুটির ওজন কম হওয়ায় শ্বাসকষ্ট দেখা দেয়। পরে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫ মিনিটে শিশুটিকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান স্বজনরা। এসময় তাদের কাছে থাকা টাকা শেষ হয়ে যায়।
বুধবার (১ মার্চ) বিকেলে শিশুটিকে পাশের এক নারীর কাছে রেখে গ্রামের বাড়ি যান মা ও নানি। দীর্ঘ সময় পার হওয়ার পর শিশুটির মা ও নানিকে না পেয়ে নার্সদের বিষয়টি জানান ওই নারী। পরে শিশুটিকে নিয়ে যাওয়া হয় শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রে।
টাকা জোগাড় করে পাঁচদিন পর স্বজনরা হাসপাতালে ফিরে আসেন। তবে তাদের দেওয়া তথ্যের সঙ্গে হাসপাতালে ভর্তি তথ্যের গড়মিল থাকায় তাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। পরে তারা আবারও বাড়ি ফিরে যান। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।
আরও পড়ুন: ৫ দিন পর এসে বললেন, ‘ওষুধ কিনতে বাড়িতে গিয়েছিলেন’
এ ঘটনায় সোমবার (৬ মার্চ) জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের সিদ্ধান্তমতে সরেজমিনে তদন্ত করে আসল বাবা-মায়ের কাছে শিশুটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে সরেজমিন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তদন্ত করে জেলা সমাজসেবা অধিদপ্তর। তাদের তদন্তে আব্দুল কাদের জিলানী ওরফে রকিব ও রোকসানা দম্পতি শিশুটির প্রকৃত বাবা-মা বলে উঠে আসে। পরে বৃহস্পতিবার সকালে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
শিশু নিশিকে পেয়ে মা রোকসানা কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, ‘মেয়েকে না পেয়ে অনেক কষ্ট হয়েছে। অনেক কান্নাকাটি করেছি। অনেক জায়গায় ঘুরেছি। অবশেষে আমার নাড়িছেঁড়া ধনকে আমি পেয়েছি। আমি অনেক খুশি।’
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ, শিশু কল্যাণ বোর্ডের সদস্য জাহাঙ্গীর সেলিম, ডা. তারিকুল ইসরাম রনি প্রমুখ।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জাগো নিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে আজ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নাসিম উদ্দিন/এসআর/জেআইএম