রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় বাল্কহেডে দুর্বৃত্তদের গুলিতে সানু হাওলাদার (৬২) নামের এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধাওয়াপাড়া ঘাটের অদূরে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সানু হাওলাদার বরগুনার নলী গ্রামের মৃত আইনুদ্দীন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে জেলা পরিষদ সদস্য ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজম আলী মণ্ডলের সঙ্গে ইউপি চেয়ারম্যান টুকু মিজির বিরোধ চলে আসছিল। যে কারণে কিছুদিনের মধ্যে একের পর এক বালু শ্রমিকদের ওপর হামলা, গুলি ও মারধরের ঘটনায় ঘটছে। তারই জের ধরে আজ হামলা হয়েছে। কিন্তু এতে আহত হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা শ্রমিকরা।
গুলিবিদ্ধ সানু হাওলাদার বলেন, ধাওয়াপাড়া ঘাটের অদূরে পদ্মা নদীতে আজম আলী মণ্ডলের বালু লোড করার সময় ট্রলারযোগে কয়েকজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এসময় সারা শরীরে গুলি লাগে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: পদ্মায় বালু উত্তোলনের সময় দুর্বৃত্তের গুলি, হাসপাতালে ৩
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুরুল আজম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস