পদ্মায় বালু উত্তোলনের সময় দুর্বৃত্তের গুলি, হাসপাতালে ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
দুর্বৃত্তের গুলিতে তিনজন আহত হন

রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদীর চরে বালু উত্তোলনের সময় দুর্বৃত্তের গুলিতে বাল্কহেড চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিজানপুরের চর নরসিংদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুর রশিদের ছেলে বাল্কহেড চালক আব্দুর রব (৪৭), বরিশাল পাতাল হাটের আব্দুল বারেকের ছেলে সজীব (৩১) ও রাজবাড়ীর বাণিবহের আটদাপুনিয়া গ্রামের মৃত বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০)।

আহত আব্দুল্লাহ বলেন, ‘দুপুরে নদী থেকে বালু উত্তোলনের কাজ করছিলাম। এ সময় হঠাৎ গোদার বাজারের দিক থেকে একটি স্পিডবোটে একদল সন্ত্রাসী এসে গুলি ছুড়তে থাকে। আমার বুকে ও মাথায় গুলি ল‌াগে। এছাড়া বালু নিতে আসা আরও দুজন গুলিবিদ্ধ হন। হয়তো চাঁদাবাজি না করতে পেরে সন্ত্রাসীরা এ হামলা করেছে।’

আরেক আহত বাল্কহেড চালক আব্দুর রব বলেন, ‘বাল্কহেডে বালু বোঝাই করে ঢাকার দিকে রওয়ানার সময় একদল সন্ত্রাসী গুলি করে। আমার মুখ, কাঁধ ও পেটে গুলি লেগেছে। তাদের কারও কারও মুখ বাঁধা ছিল।’

রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনজিয়া রহমান জাগো নিউজকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আসা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এক্স-রে করে দেখা হয়েছে। তাদের ওয়ার্ড দেওয়া হয়েছে। সবার অবস্থা ভালো। অস্ত্রোপচারে তাদের গুলি বের করা হবে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদত হোসেন জাগো নিউজকে ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় আছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।