জাতীয়

পতাকা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ‘২ মার্চ ৭১’ নামক একটি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এই পতাকা আমাদের বাঙালি জাতি-রাষ্ট্রকে পরিচয় করিয়েছে বিশ্ব দরবারে। দেশের গুরুত্বপূর্ণ কাজে, প্রতিষ্ঠানে ব্যক্তিবর্গকে এই পতাকা আগলে রেখেছে। দেশে হাত ধোয়া দিবস, বাবা দিবসসহ বহু দিবস আছে। কিন্তু যে পতাকা আমাদের বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেয় সেই পতাকার কোনো দিবস নেই।তারা আরো বলেন, বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে এই পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলীমুজ্জামান বাদশার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সহ-সম্পাদক শেখ জাহাঙ্গীর বাবু প্রমুখ।এএস/এসএইচএস/এবিএস