সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীসহ ২৫ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার উপজেলার ৮টি ইউনিয়নের ১ জন চেয়ারম্যান প্রার্থী এবং ২৪ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। উপজেলায় মনোনয়ন প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থী হলেন, টুকেরবাজার ইউনিয়নের দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)। একথা জানিয়েছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।সিলেট সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মনোনয়ন প্রত্যাহারকারী ২৪ সাধারণ সদস্য প্রার্থীরা হলেন, টুলটিকর ইউনিয়নে ৩৭ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৪ জন, খাদিমপাড়া ইউনিয়নে ৬৩ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ২ জন, খাদিমনগর ইউনিয়নে ৬৫ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৪ জন, মোগলগাঁও ইউনিয়নে ৪১ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ২ জন, জালালাবাদ ইউনিয়নে ৩৮ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ২ জন, হাটখোলা ইউনিয়নে ৪১ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৩ জন, কান্দিগাঁও ইউনিয়নে ৫৪ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৩ জন, টুকেরবাজার ইউনিয়নে ৪৫ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৪ জন রয়েছেন।ছামির মাহমুদ/এমএএস/এমএস