অর্থনীতি

লাইসেন্স নেই, নূর ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

রাজধানীর তুরাগে অবৈধভাবে পানি বিক্রির অভিযোগে নূর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি। এর নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে পানি : বন্ধ হলো ‘মা ড্রিংকিং ওয়াটার’

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নূর ড্রিংকিং ওয়াটারকে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি ড্রিংকিং ওয়াটার বিক্রি এবং বাজারজাত করে আসছিল।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. খাইরুল ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. নাজমুস সায়াদত।

এনএইচ/জেডএইচ/জেআইএম