জামালপুরের সদর উপজেলায় খেলতে গিয়ে লোকাল ট্রেনের ধাক্কায় আকাশ মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রানাগাছা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ রানাগাছা ইউনিয়নের রানাগাছা গ্রামের আকরাম হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য রমজান আলী জানান, সন্ধ্যার দিকে শিশু আকাশ রানাগাছা রেলক্রসিং এলাকায় খেলছিল। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, ঘটনাটি তার জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন।
নাসিম উদ্দিন/এসআর/জেআইএম