নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আমেনা বেগম (৪০) নামের এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় বন্দরের লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিনা (৩৭) নামের আরো এক শ্রমিক আহত হয়েছেন। জানা গেছে, নিহত আমেনা কামতাল মালিভিটা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক ও সোনারগাঁ এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কামতাল মালিভিটা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক আমেনা ও হাসিনা বাড়ির উদ্দেশ্যে রাস্তা পারপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আমেনা ও হাসিনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা হাসিনাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বন্দর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমেনা বেগম নামে একজন গার্মেন্ট শ্রমিক মারা গেছেন । আরো একজন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। মো. শাহাদাত হোসেন/এসকেডি