দেশজুড়ে

গাজীপুরে দুই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরে দুই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে রাস্তার পাশে ক্ষেত থেকে একজনের এবং কারখানার মেশিনে ওড়না জড়িয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজন ও এলাকাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের আব্দুস সাত্তারে স্ত্রী হাসিনা বেগম (৩২) গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়াড়ি এলাকার মকবুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টেসে চাকুরি করত। শনিবার সকালে তিনি কাজ করতে কারখানায় যান। রাতে বাড়ি না ফিরলে রোববার সকালে তার স্বামী কারখানায় খোঁজ করতে গিয়ে জানতে পারে শনিবার সন্ধ্যায় ছুটির পর তিনি কারখানা থেকে বের হয়ে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কিছু দূরে রাস্তার পাশে একটি ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দেয়া হয়।জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। গলায় কালচে দাগ রয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হানিফ স্পিনিং মিলে কাজ করতে গিয়ে মেশিনে ওড়না পেঁচিয়ে মাহমুদা আক্তার (১৯) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রংপুরের কাউনিয়া থানার রাজিবপুর এলাকার আপেল মিয়ার স্ত্রী। তারা কালিয়াকৈরের রাখালিয়ারচালা এলাকার সুলতান মিয়ার বাড়ির ভাড়া থাকেন। কারখানার ব্যবস্থাপক মো.শামিম হোসেন সাংবাদিকদের জানান, প্রতি দিনের মতো রোববার সকাল ৬টার দিকে কাজে যোগ দেন মাহমুদা। এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে ববিনে সুতা পেঁচানোর মেশিনে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবহন এবং দাফনের জন্য কারখানার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।                 আমিনুল ইসলাম/এসএস/এমএস