খেলাধুলা

ম্যান সিটির বড় জয়

আগুয়েরোর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে সিটিজেনরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ম্যান সিটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর হঠাৎ করেই জ্বলে উঠেন সিটির তারকারা। মাত্র ১৮ মিনিটেই চারটি গোল আদায় করে নেন তারা। ম্যানসিটির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। একটি করে গোল করেন ইয়াইয়া তোরে আর রাহিম স্টারলিং। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় প্রথম গোল করে সিটিজেনদের লিড পাইয়ে দেন তোরে। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন আগুয়েরো। ৬০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন তিনি। ৬৬ মিনিটে স্টারলিংয়ের গোলে ম্যানসিটি এগিয়ে যায় ৪-০ গোলের ব্যবধানে। আর এ স্কোরেই মাঠ ছাড়ে পেল্লেগ্রিনির শিষ্যরা।এমআর/এমএস