বিনোদন

এবার সৈকত নাসিরের ছবির নায়ক শাকিব খান

তরুণ চিত্র পরিচালক সৈকত নাসির তার প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছেন। তার পরিচালনায় শিপন ও মাহি অভিনীত ‘দেশ্য- দ্য লিডার’ ছবিটি এবারে জিতে নিয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার ছবিতে গান গেয়েই প্রথমবারের মতো রাষ্ট্রীয় এই পুরস্কার যোগ হলো উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড লিজেন্ড জেমস এবং জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের ঝুলিতে। সেইসঙ্গে সেরা চিত্রনাট্যের জন্য সৈকত নাসিরও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি ছবিটির জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে স্বীকৃতি পেয়েছেন তৌহিদ হোসেন চৌধুরী।ব্যতিক্রমী ভাবনা ও পরিচ্ছন্ন নির্মাণের জন্য খুব অল্প সময়েই নিজের জাত চিনিয়েছেন সৈকত নাসির। ‌‘দেশা- দ্য লিডার’র পর কাজ করেছেন ‘হিরো ৪২০’ ছবিতে। এবার নতুন করে হাত দিচ্ছেন আরো একটি চলচ্চিত্র নির্মাণে। যৌথ প্রযোজনার এই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন ঢালিউড কিং খান শাকিবকে। এরইমধ্যে নাম ঠিক না হওয়া ছবিটির জন্য শাকিব খানের কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরিই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সৈকত নাসির।তিনি বলেন, ‘এটি আমার যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি। ছবির নাম ও পাত্র-পাত্রী চূড়ান্ত করিনি। কেবল শাকিব ভাইয়ের সঙ্গে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ছবির গল্প ও এতে নিজের চরিত্রটি বেশ পছন্দ করেছেন তিনি। আশা করছি আমরা ভালো কিছুই উপহার দিতে পারব দর্শকদের।’ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন জানতে চাইলে নাসির বলেন, ‘এখনো ঠিক করিনি। তবে জনপ্রিয় কোনো মুখই থাকবেন।’তিনি জানালেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশের পক্ষে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। এলএ