দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টা দিকে জেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাকতুবা বেগম (৪০)। তিনি শহরের পাহাড়পুর এলাকার জুয়েল টাওযারের মৃত জুয়েলের স্ত্রী। অপরজনের নাম রেজিয়া খাতুন (২২)। তিনি ওই বাড়ির গৃহপরিচারিকা। তার বাড়ি বিরল উপজেলায়।চাম্পাতলী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, দিনাজপুরের ভাষা সৈনিক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাড.আব্দুল মোতালেব রাকতুবা বেগমের শ্বশুর। রোববার সকালে রাকতুবা বেগম ও গৃহপরিচারিকা রেজিয়া খাতুন অ্যাড.আব্দুল মোতালেবকে প্রাইভেটকার যোগে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর জেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর ইটভাটার কাছে এসে পৌঁছালে কারের সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক কারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কারটি রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা রাকতুবা বেগম ও গৃহপরিচারিকা রেজিয়া খাতুন মারা যায়। চালককে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষিকা রাকতুবা বেগমের স্বামী জুয়েল ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যায়।এমদাদুল হক মিলন/এসএস/এমএস