লক্ষ্মীপুর সদরে দুটি ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার গভীর রাতে উপজেলার মিয়া রাস্তা মাথা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় মমিন বেপারীর নারিকেল-সুপারির আড়ৎ ও নুর ইসলামের মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই আড়তের প্রায় ২শ` মণ সুপারি, একটি মোটরসাইকেল ও মুদি দোকানের সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে বিনষ্ট হয়ে যায়। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মমিন বেপারী জাগো নিউজকে বলেন, আড়তে তার ২শ` মণ সুপারি ছিল। এর বাজার মূল্য ১৭ লাখ টাকা। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বোধগম্য নয়। কাজল কায়েস/এমজেড/এমএস