দেশজুড়ে

গাইবান্ধায় কোচের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি কোচের ধাক্কায় মো. ওবায়দুর রহমান (৪১) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি হাওয়াখানা এলাকায় সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ডেপুটিশনে ছিলেন। ওবায়দুল রহমান দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলার মৃত আবদুল ওয়াহেদের ছেলে।গোবিন্দগঞ্জ থানা সূত্র জানায়, ওবায়দুর রহমান গোবিন্দগঞ্জ থানার অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে ডিউটি করছিলেন। সোমবার ভোরে তিনি হাওয়াখানা ব্রিজ এলাকায় পুলিশের পিকআপ ভ্যান থেকে নেমে মহাসড়কের পাশে যান। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহি কোচ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক কোচটি সনাক্ত বা আটক করা যায়নি। অমিত দাশ/এফএ/এমএস