রংপুরে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমান এবং কনস্টেবল আব্দুল লতিফ মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।সোমবার পুলিশ হেড কোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক বার্তাটি পাঠানো হয়। বার্তায় আইজিপি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্য দায়িত্ব পালনে যে নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের এ আত্মত্যাগ পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।এর আগে রোববার হাইওয়েতে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন ওবায়দুর রহমান এবং আব্দুল লতিফ মন্ডল।এআর/একে/পিআর