দেশজুড়ে

বলয় ভাঙতে সিলেট বিএনপির নতুন নেতৃত্ব

সিলেট বিএনপিকে কোনো বলয়ের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না বলে জানিয়েছেন নব-নির্বাচিত সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দলকে ঐক্যবদ্ধ করাই নবগঠিত কমিটির মূল লক্ষ্য বলে অবিহিত করেন তারা। এ লক্ষ্যেই নতুন কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে নগরীর একটি হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির নব-নির্বাচিত কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় শীর্ষ নেতারা এ কথা জানান।মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, আমরা প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর ইমেজকে কাজে লাগিয়ে ও তাদের অনুসরণ করে দলে শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনতে চাই।  তিনি আরো বলেন, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বচ্চ চেষ্টা চালাবো। বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই-এই মন্তব্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ বিএনপি প্রতিষ্ঠায় আমরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।মতবিনিময়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও হাসান পাটোয়ারী রিপন প্রমুখ। প্রসঙ্গত, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী দীর্ঘদিন সিলেট বিএনপির নেতৃত্বে ছিলেন। ওই দুই নেতা সিলেট বিএনপি তথা কেন্দ্রীয় বিএনপিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে বনানীর ২নং সড়কের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। ওই দুই নেতার অনুপস্থিতিতে সিলেট বিএনপি অনেকটা খেয় হারিয়ে ফেলে। ছামির মাহমুদ/এআরএ/পিআর