রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ডিগ্রি কলেজ এলাকায় তিন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কৃষক শুকুর আলী, বাস্তার শেখ ও দাউদ শেখের ৮৮ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।
এসময় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি নছরু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহেদ ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রানা শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমানসহ (আনিস) উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন। তাদের এ কাজ অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস