খেলাধুলা

শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটিতে সাঙ্গাকারা

শ্রীলঙ্কা ক্রিকেটের জাতীয় নির্বাচক কমিটিতে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। লঙ্কান ক্রিকেট বোর্ড ঘোষিত পাঁচ সদস্যের কমিটির নেতৃত্ব রয়েছেন আরেক সাবেক তারকা অরবিন্দ ডি সিলভা।নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশে সদ্য সমাপ্ত এশিয়া কাপে দলের ব্যর্থতার পরে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির অপর সদস্যরা হলেন রমেশ কালুভিতারানা, লালিথ কালুপেরুমা ও রঞ্জিত মাদুরাসিংহে।গত বছর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাঙ্গাকারা। কালুভিতারা শ্রীলঙ্কার হয়ে ৪৯টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।অন্যদিকে কালুপেরুমা দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। সাবেক পেসার মাদুরাসিংহে লঙ্কান জার্সি গায়ে তিনটি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।বিএ