রাজনীতি

হরতালের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে তারা।ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ‘দেশ বিরোধী হরতাল মানি না, মানবো না-ইস্যু বিহীন হরতাল জনগণ মানবে না` -এমন শ্লোগানে বিক্ষোভ মিছিল, সমাবেশ করে সংগঠনগুলো।বিক্ষোভ মিছিল ও সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, রমনা থানা আওয়ামী লীগ, বাংলাদেশ ৭১, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।এদিকে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতালে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা খবর পাওয়া যায়নি। এছাড়া যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধবার দেশব্যাপী সকাল সন্ধ্যার হরতাল আহ্বান করেন।এএস/আরএস/এমএস