রাজধানীর চানখারপুলে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পলিন (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১০ মে) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেকে নিয়ে আসা মো. সাব্বির বলেন, নিহত পলিন দোকানে দোকানে পানি সাপ্লাইয়ের কাজ করতেন। আব্দুল্লাহ নামের এক যুবক পলিনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ পলিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত পলিন নেত্রকোনার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলে। রাজধানীর নিমতলীর সাতরওজা এলাকায় ভাড়া থাকতেন। পলিন ও তার ভাই অনিক একসঙ্গে পানি সরবরাহের কাজ করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কেএজেডআইএ/ইএ